বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু 

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, চাড়াখালী গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে লাইজু বেগম (২৮) নিজের ঘরে লোহার দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে ছাড়াতে গিয়ে তার মা ও ভাইয়ের স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

স্বজনরা তাদেরকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইজু বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত লাইজুর ভাই মামুন হাওলাদার জানান, আমরা তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত ঘোষণা করেন। আমার স্ত্রী তানিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।  

ইন্দুরকানী পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. ইসলাম উদ্দিন জানান, বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে বিদ্যুতায়িত হওয়ার কারণ ক্ষতিয়ে দেখা হবে । 

টিএইচ